কবিতা
নকল
লোকটি বাঘের ডাক নকল করতে পারে নদীপারে জল খেতে আসা অদ্ভুত এক শূন্যতার ডাক। আমরা পরিস্থিতি তৈরি করে দি ‘এইবার হরিণ দেখতে পেলে, এইবার ওই ঘাটে মেয়েছেলে’ লোকটি পাল্টে দেয় কণ্ঠ ঠোঁট কুঁচকে, পেট কুঁচকে বদলে ফেলে নিজেকে। আমরা পরিস্থিতি তৈরি করে দি ‘একটি বড়দেহ পড়ে আছে, ধরে নাও বাঘেরই আরও পড়ুন…