কবিতা
তালাশ
সেতুর রেলিং টপকে হাওয়া আসছে বৃষ্টিশেষের কল্পনা নিয়ে এবার অঢেল জঙ্গলে পৌঁছে যাব প্রতিটি ফুলে আঠার মতো লেগে থাকে সুন্দরতা তুমি পাপড়িপিছু সৌন্দর্যের তালাশ করো একটা লোভী জীবনকে টিলার ওপর দাঁড় করিয়ে রেখেছি এও এক আন্তর্জাতিক আবেগ অন্ধ চোখের মণি নিয়ে সেমিনার হবে, তাতে এ জাতীয় কথাও হবে তার আগে আরও পড়ুন…