গল্প
মহাসম্মেলন
বুদ্ধের পরিনির্বাণের পরে একটিমাত্র বর্ষাঋতু এতদিনে সবেমাত্র অতিক্রান্ত হইয়াছে। সুরচঞ্চলা বর্ষা ঋতুর নুপূর নিক্কণের ছন্দ বৈশালী হইতে কুশীনগর কিংবা পাটলীপুত্র বা রাজগৃহ’তে আসিয়া যেন গত একটি বৎসরে স্তিমিত হইয়া গিয়াছে। তাহার কারণ আর কিছুই নহে, আর্যাবর্তের অন্তঃস্থল যেন সেই মহাপতনের শোকাবহতাকে এক নিদারুণ আচ্ছন্নতার মত সঙ্গী করিয়া অদ্যপি বজায় রাখিয়াছে। আরও পড়ুন…