chokh_bisoye_du_char_kotha

চোখ বিষয়ে দু-চার কথা

দৃশ্যরা বন্দী হতে চায় সুন্দর চোখেকোমর বরাবর পাতা ঝরে যায়,সুগন্ধী মুঠোভরে দিতে আসে হাওয়া,জলের আলিঙ্গনে কোন লজ্জা থাকে না,এসব দেখলে মায়া হয় –জন্মের পর নয় –মন দিয়ে দেখতে দেখতে ক্লান্ত হলে চোখ ফোটে,চোখে পড়ে যায় এতসব…এরা বন্দী হতে চায়নইলে কিভাবে চোখে পড়ে, বলো।

projonmerjonyo

প্রজন্মের জন্য

কবে থেকে বেঁচে আছো – হিসেব রেখেছ। হিসেব রাখোনি আর কোনও খানে যেখানেই গেছ, ফিরে এসেছ। এলে যেতে হয়, তুমিই শেখালে তাহলে গঙ্গাজল অপরাধী কেন! ছেড়ে দাও স্থান – তাকেও শেখাও নতজানু হতে সত্যির কাছে।

HIGHALERT

হাই অ্যালার্ট

লাশের উপর শহর – স্বপ্নের উপর আমি আর খুব রাতগুলো নেতিয়ে পড়ে ইচ্ছেটিচ্ছের নাক ডেকে আশঙ্কায়,নপুংসকতায়। কেউ ফিরবে না জেনেই একসাথে হাঁটাচলা, ফুলের গল্প। ওই শিশুটিকে বলে দিও বড় হতে – আরো উঁচুতে পৌঁছে ক্ষমা করে দিতে। বলে দিও – রাস্তা আসলে অন্যের বিশ্বাসটুকু।