guchhokobita sagarsharma

সাগর শর্মা-র গুচ্ছ কবিতা

বসন্ত কোকিলের উড়াল থেকে খসে পড়ছে কূ জ ন পালকির ভেতর উন্মনা নতুন বউ। চার বেহারা ছুটছে মাঠের নির্লিপ্তিতায়— গমের ক্ষেত থেকে উঁকি মারছে কাকতাড়ুয়া পালকি ছুটছে— হন হন হন হন হন হন বন-বাদাড়ে ফেটে যাচ্ছে শিমুলের লাল। এইসব বিষাদ সমূহ . পাপিয়ার উড়ালের নিচে পড়ে আছে জেব্রা রঙের ছায়া— আরও পড়ুন…

shoishob sagarsharma

শৈশব

০১. বেলুন ফাটানো দিনে শৈশব কেঁদে ওঠে সবার প্রযুক্তি এত নৈকট্য এনেছে— অথচ তুমি সেই আগের মতোই রয়ে গেলে একেবারেই একা। মাঝে সেতু আর হলোই না সেতুর ওপারে নেই, এপারে নেই আমার তো আজন্ম তোমার কাছেই যাওয়া কেন এত ধীর বালিকা নীরবে সব সয়ে যাও! জানি, দুঃখ কিছু তোমারও আছে— আরও পড়ুন…