jonmodin

জন্মদিন

তুমি জানো না একটা কেকের ভেতরে কতকিছু ছিল। ভাঙা চকোলেট সুলভ মুহূর্ত, গুঁড়ো হয়ে আসা আত্মবিশ্বাস আর এক রেকাবি মৃত ভ্রূণ। আজকাল জন্মদিন এলে গোড়ালির ফাটল বাড়ে। ধারালো চামড়ায় জমে থাকে ঠান্ডা কোষ। সুযোগ পেলে বাবু বাবু ভালোবাসা বুলিয়ে দেয় উপজাত জেলি। আঙুলে নিয়ে দেখি নরম সোহাগ, পেলব ক্রিম… তুমি আরও পড়ুন…

potential

পোটেনশিয়াল

ঘন জঙ্গলের মাঝে ঝড়াম করে নেমে এলো একটা জানলা। একটা বক্স জানলা। তাতে একটা মেয়ে বসে। তার পা খারাপ। ঈশ্বর তার ঘর বানাবার সময় বলেছিল ,” তোমার কি করতে সবচেয়ে ভালো লাগে?” মেয়েটা বলেছিল, ” ঘুরতে ” । ঈশ্বর একটা বক্স জানলা বানিয়ে সেখানে তাকে বসিয়ে দেয়। বলে, ” তুমি আরও পড়ুন…

boyosponji onujayee

বয়সপঞ্জি অনুযায়ী…

কবিতা -১ আসলে বহুদিন রাত্রি হয় না। ঘুম জারিত মাথায় প্রতিবেশির আলো নিভিয়ে দেওয়াই রাত্রি নয়। জানলার ফাঁক ফোকর,  কপাটের সাথে মিশে যাওয়াই বা কতটুকু রাত্রি? দরজার ফালি দিয়ে হলুদ কুমড়োর মত আঁট নরম আলো এখনো আসছে। ভেতরে অবাধ্য অভুক্ত বাদুড় মরিয়া! কিছু চাই তার আরও…   আশেপাশের সকলের ভেতর হাত আরও পড়ুন…

bosontobish o nokkhotrojol

বসন্তবিষ ও নক্ষত্রজল

স্বশব্দ নেমে যাই প্রবল। ইহজীবন সুখ আলো, তোমার ক্যারিশ্মা বলতে বলতে অপরূপ দুপুরে মণিবন্ধ চিৎ করে বসন্ত খুলি একটা একটা ঋতুলাল জমা হয়। সেবিকাগর্ভ সাজিয়ে রাখি তিলক তিলক হরিণ ছুটে যাই। ধারালো কেশর ঝামড়ে তোমার শলাকা তুলসীকাঠ হয়ে বেঁধে। রসকলি উপচে আসে মৌটুসিফুল। সূক্ষ্ম ঠোঁট চুষিয়ে নিই মধুমাস।