unmukto

উন্মুক্ত

সংকোচ রাখিনিদিলাম সুগন্ধি ডালা, ভ্রমর আসুকউন্মত্ত যৌবনে, শান্ত সরীসৃপ যাক হেঁটে এসবই হবার ছিল। কিছুই হল না কেন তারবেসুর বাজছে কি জলনূপুর, কঙ্কন ? ঘুরেছি উত্তরে এ যে যতই বেঁধেছি পার দূরে গেছে নদী

oporanho

অপরাহ্ণ

নিঝুম দাঁড়িয়ে গলি ঘরবাড়ি জড়ানো কাপড়ে খুলে দাও,ময়দানে এসো বেলাভূম চিঁড়ে চিন্তা মাপে রোদঘড়ি বিকাল কাছেই হবে! হেলানো ছায়ায় পানকৌড়ি জলে ডুব।বিমুখ ফড়িং বেলেস্তার মুছি মনে আসে ছেঁড়া প্যান্ট,ছুটন্ত টায়ার আর আকাশে তাকিয়ে থাকা ডানা কাটা ঘুড়িটার কথা