azadi

আজাদি

এখন আর নিঃসঙ্গ হতে পারি না প্রতিমুহূর্তে কেউ ডাকে এসো, এসো, পথে নামো আমি পথেও নামতে পারি না তবু ভিড় থেকে দূরে এখন ভিড় হতেও খুব ভালো লাগে হাঁটতে হাঁটতে পথে ভিড়ের সঙ্গে গলা মিলিয়ে বলি আজাদি

esob golper moto

এসব গল্পের মতো

যতটুকু দেখা যায়, তারচেয়েও বেশি না-দেখাটুকু ভালো আলতো সরে যাওয়া আঁচল বা, নাভির নীচে এঁটে বসা শাড়ি এইটুকুই যথেষ্ট, তার বেশি দেখতে গেলে অনেক দেখা নষ্ট হয়ে যায় বা, থাবা থেকে বেরিয়ে আসে নখ যদিও এসব গল্পের মতো, আদতে অনেক দেখার পরেও, দেখার গায়ে লেগে থাকে দেখা, যদি ভালোবাসা হয়