কবিতা
এসব গল্পের মতো
যতটুকু দেখা যায়, তারচেয়েও বেশি না-দেখাটুকু ভালো আলতো সরে যাওয়া আঁচল বা, নাভির নীচে এঁটে বসা শাড়ি এইটুকুই যথেষ্ট, তার বেশি দেখতে গেলে অনেক দেখা নষ্ট হয়ে যায় বা, থাবা থেকে বেরিয়ে আসে নখ যদিও এসব গল্পের মতো, আদতে অনেক দেখার পরেও, দেখার গায়ে লেগে থাকে দেখা, যদি ভালোবাসা হয়