গুচ্ছ কবিতা
মরশুম
১ মেঘ ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ কি? আজকাল বড় শব্দ। কিছু শোনা যায় না। মাঝরাতে উঠে পড়ি। জল খুঁজি। জ্বরের ঘোরে মনে হয় চাদর পাল্টে দিল কেউ। পাল্টে ফেলা কি এত সহজ? হাওয়া আসবে বলে তবে বন্ধ করলে কেন দক্ষিণের জানালা? সামনের জন্মে পাহাড় হবো। সব শব্দ খেয়ে ফেলবো। আরও পড়ুন…