sironamhin kobitaguccho

শিরোনামহীন কবিতাগুচ্ছ

১. গাঢ় শব্দের দেশ থেকে নেমে এসে দেখি বিচ্ছিন্ন পাখির পালক উল্টো সুরে ব্যালাড গায় রাগ নেই অভিমান নেই। ক্ষীণ হয়ে আসা অভিযোগে ক্ষমা জেগে ওঠে ও আমার হারিয়ে ফেলা নাইটেঙ্গল পাখি! গাঢ় শব্দের দেশ থেকে নেমে এসেছি আমি ঘুমবো, আমাকে আর একটিবার বুকে চুম্বন দিয়ে যাও প্লিজ! ২. চাঁদের আরও পড়ুন…

UTSO SONDHANE

উৎস সন্ধানে

মাঝে মাঝে কি হয় জানিনা। আজকাল একা একা সুটুঙ্গার ধারে গিয়ে বসি। বাঁধের উপর বসে আনমনে ঘাসগুলো ছিঁড়তে থাকি। হঠাৎ চিনচিন কিছু একটা জেগে ওঠে। আমাকে কেউ ছিঁড়ে খায়, নীরব ঘাসের ভেতর সেই ব্যথার প্রতিধ্বনি শুনি। ক্ষমা চাই। আবারও ক্ষমা চাই। ক্ষমা চেয়ে চেয়ে ভীষণ অপরাধবোধে ভুগি। বলি তোমাদের ছিঁড়ে আরও পড়ুন…