Abhishek_nandi

অভিষেক নন্দী-এর দু’টি কবিতা

পেসমেকার ১. চাঁদের পৈতৃক ক্ষত নিয়ে ফুল তুলতে যাই?মাধুর্য থেকে খসে পড়ে বাড়তি দশটা মুখস্রোত চিরে, এসেই যখন পড়েছিরূপকথা, আমাকে কি ‘কৃষ্ণ’ নামে ডাকবা? তোমার বাড়ি যাওয়া হয়নি, না? এভাবে সারেগামাপা পেরিয়ে অসুখের নামভালোবাসা হয়ে যায়…এবার যদি মাধুর্য থেকে দুটো মুখ কম খসে পড়ে,বার-বার মারা গিয়েও, বাড়ি ফিরে যাব—ঠাণ্ডা ভাতে আরও পড়ুন…

jadubalish

যাদুবালিশ

আমার বাড়ির পেছন দিকটায়কয়েক কোদাল মাটি খোঁড়ো;একটা ছাই রঙের বালিশ উঠে আসবে;আমার স্ত্রী ওটা মাথায় দিয়ে শুতো… প্রতিদিন দোকান যাতায়াতের পথে দেখি–তুমি তোমার বাচ্চাটার সাথে দুঃখ দুঃখ খেলছো;তলায় একটা ফুটপাতের চাদর…মাথার ওপরে জং ধরা গাছ… আজ চার-ছয়-আট-দশদিনতোমরা মা-ছেলে ভুখা পেটে সহ্য করে যাচ্ছো-কুকুরগুলোর ভ্যাংচানো মুখ… তুমি আমার বাড়িতে এসে বালিশটা আরও পড়ুন…

chhok vanga jabojjibon

ছক ভাঙা যাবজ্জীবন

টিয়াফুলের শ্যাওলা জটে স্নানের মতো ঝাঁপ—যে মেয়েটা দাঁড়িয়ে ঠাঁই নিজের সমাধিতেওর পদবী নিঙড়ে নিয়ে তাবিজ, ঋতুস্রাবগেঁথে-গেঁথেই মালা বেচি তোমার বিপরীতে তুমি তখন সদ্য ক্ষতে পোড়ামাটির ডিঙি,যোগাযোগের জানলা জুড়ে বন্ধ অলিগলি—উচ্চকিত দেঁতো আয়ু কালের বিকিকিনিবিদ্ধ করে, থুতু গেলায় আদিম নামাবলী… ভ্রষ্ট মায়া, স্যালুট দাফন গন্ধরাজের গাছেপুড়তে থাকে মদের নেশা তোমার অগোচরেআমার আরও পড়ুন…