কবিতা
অভিষেক নন্দী-এর দু’টি কবিতা
পেসমেকার ১. চাঁদের পৈতৃক ক্ষত নিয়ে ফুল তুলতে যাই?মাধুর্য থেকে খসে পড়ে বাড়তি দশটা মুখস্রোত চিরে, এসেই যখন পড়েছিরূপকথা, আমাকে কি ‘কৃষ্ণ’ নামে ডাকবা? তোমার বাড়ি যাওয়া হয়নি, না? এভাবে সারেগামাপা পেরিয়ে অসুখের নামভালোবাসা হয়ে যায়…এবার যদি মাধুর্য থেকে দুটো মুখ কম খসে পড়ে,বার-বার মারা গিয়েও, বাড়ি ফিরে যাব—ঠাণ্ডা ভাতে আরও পড়ুন…