একদিনের ধর্ষন

জয়ন্তী কর্মকার on

ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে

 চোখের জ়্বালা জল ঝরিয়ে 

 জানান দিচ্ছে খালি,

ব্যথা করছে ভীষন ব্যথা করছে

জ়্বঠর জ়্বালা আর্তনাদে

ক়েঁপে উঠছে শুধু;

ভয় করছে আরো ভয় করছে

বুকের ভেতর ক়ঁকিয়ে ওঠে

কাঁপিয়ে দিচ্ছে জোরে,

অন্ধকারের ভিতর অন্ধকারে

লোমকূপ খাড়া করে।

হারিয়ে যাচ্ছে সব

ক্লান্তি আসছে ভারি ক্লান্তি,

জীবনের সব উপলব্ধি

শেষ হচ্ছে এক লহমায়;

পরশু দিনের ধর্ষনেতে

ক্লান্ত হয়েছি খুব ,

ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে

জীবনের শেষ লহমায়॥

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

জয়ন্তী কর্মকার

জন্মস্থান বাঁকুড়া। বেড়ে ওঠা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে। প্রাথমিক শিক্ষা বাঁকুড়াতে পরে পশ্চিম মেদিনীপুরে। বর্তমানে স্থায়ী বসবাস কলকাতা। প্রাইভেট ফার্মে চাকুরীরতা। পাশাপাশি ফ্রিল্যান্সার অ্যাঙ্কারিং এবং অভিনয় করে থাকেন। আবৃত্তি করতে ভালোবাসেন। কবিতা, গল্প লিখতে ভালোবাসেন। জনান্তর, ঘাটপেরিয়ে, চিত্রকাব্য, ৯ নং সাহিত্য পাড়া লেন, শব্দশাঁকো, নবপ্রভাত, নবপ্রয়াস, শ্রুতিলিখন - পত্রিকায় নিয়মিত লেখেন। এছাড়াও নমিতাঙ্গন, খাস সমাচার, ফুলকি, চিকন , কাগজের ঠোঙা, লন্ডনের -ব্রিকলেন, অস্ট্রেলিয়ার- সুপ্রভাত সিডনি, বাংলাদেশের - বিদ্রোহী সাহিত্য পরিষদ - এই পত্রিকাগুলিতে লেখা প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।