একদিনের ধর্ষন
ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে
চোখের জ়্বালা জল ঝরিয়ে
জানান দিচ্ছে খালি,
ব্যথা করছে ভীষন ব্যথা করছে
জ়্বঠর জ়্বালা আর্তনাদে
ক়েঁপে উঠছে শুধু;
ভয় করছে আরো ভয় করছে
বুকের ভেতর ক়ঁকিয়ে ওঠে
কাঁপিয়ে দিচ্ছে জোরে,
অন্ধকারের ভিতর অন্ধকারে
লোমকূপ খাড়া করে।
হারিয়ে যাচ্ছে সব
ক্লান্তি আসছে ভারি ক্লান্তি,
জীবনের সব উপলব্ধি
শেষ হচ্ছে এক লহমায়;
পরশু দিনের ধর্ষনেতে
ক্লান্ত হয়েছি খুব ,
ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে
জীবনের শেষ লহমায়॥
0 Comments