কান্নার নাম রাধা
১.
যে আয়নায় নিজের ভিতর অবধি দেখতে পাই
সে কাঁচ তোমারই অশ্রু নির্মিত, আমি পর্দায় ঢেকে রাখি বিড়ম্বনা, না হলে ভিতরের মাটি গলে হৃদয় কাদা হয়ে যায়।
২.
বাঁধের গায়ে কোপ
বাঁধ ভেঙে যায় অচিরে
আমি গোপন করি চোখ, আগলে রাখি ঢেউ
পাছে কোদালের দৃষ্টি পড়ে অশ্রুলতার
পবিত্রতা নষ্ট হয়।
৩.
বাইরে মুষলধারে বৃষ্টি, স্বপ্নে কান্না ঝরছিল গতকাল তুমি এসে আমার পাশের বালিসে শুয়েছিল, হোক স্বপ্ন! আমি অনুভব করেছি তোমার শরীরের চেনা তামাটে রঙ, উন্নত বাহু, ঠিক আমার পাশের বালিসে
তারপর তোমার গাল ছুঁয়ে গেল প্রবাহিত অশ্রুতে
কি যে ভালো সে কান্না, কি যে অঝোর সে বৃষ্টি !
৪.
পথ চেয়ে চেয়ে ভেসে গেল তীর
চোখের পথে ভারী বর্ষণ আজ
তুমি সামলে হেঁটো পথ নইলে
টলে যাবে পা
৫.
বিনিদ্র রাত তোমার বুকে জেগে থাকি
তুমি টের পাও না ! অশ্রু আমার ঝরে যায়
ধুলোর মতো তোমারই বুকে,
তুমি টের পাও না!
অথচ ভোরের আলো ফুটলে আমি অন্ধ হয়ে যাই
পথের খোঁজে হারিয়ে যাই তোমার পাঁজরে পাঁজরে
0 Comments