দ্যাখো রে

রত্নদীপা দে ঘোষ on

dyakhore

আতরে কেমন চমকাচ্ছে দোলন

     চাঁপারূপালী! কে ফিরে এলো

                     তাম্রলিপ্ত নগরে!

এতোকাল পরে কে সেই

হাওয়াভ্রমর! একবাক্যে হৃদয় বিলোচ্ছে

শিরীষপাখির ভুল!

            ভুলের কী অপরূপ মায়ানীরব

          গায়ের ত্বক, যেন

কার

সুরভিত অতীত, চোখপানে চাহিরের

                        দু’একটি অস্তাচল

মহুয়ার দক্ষিণপাড় কিশোরীয়া আড়ালবতী  

        কে যে কার মাদলবোল

ডাগর বউলমণি সোনালি শোনাচ্ছে!

  ছোঁয়াটি প্রণয়ের প্রণতির

            নিঃশ্বাস তুমুল কার ইশারায়

আরও দূর

       দিগন্তের মুখোমুখি দিগন্ত বসে আছে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


রত্নদীপা দে ঘোষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বর্তমানে কর্নাটকের প্রত্যন্ত গ্রামে বসবাস। আকাশ সাদা পাহাড় নীল তরুণী তুঙ্গভদ্রা, এই তিনজন স্রোতবতী মোমরং, রত্নদীপার কলমের প্যাস্টেল এবং যাপনের তুলি।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।