মেমোরিজ @ সেভেন্টিন

শুভদীপ আইচ on

মা হওয়ার পর মেয়েরা কিভাবে আরো সুন্দরী হয়ে ওঠে
এসব সাতপাঁচ ভাবছিলাম –
কাল দুপুর ও রাত ।
এখনো ইকোনোমিক্স – ক্লাস জুড়ে তোমার সংক্ষিপ্ত পোশাকের কথা মনে পড়ে
নগ্ন উরুর সাথে সেই আমার প্রথম পরিচয়

আশেপাশে তখনো এতটা নগর গড়ে ওঠেনি
আর নাগর হওয়ার থেকে আমি এক হাত দূরত্বে

মুখোমুখি হওয়ার যাবতীয় সুযোগ উপেক্ষা করতে গিয়ে
ঠোঁটের নিচে একদলা ঘাঁ
তোমার যত ছদ্ম অভিশাপ
সেসব পেরিয়ে যেতে যেতে দেখি
অনেকটা পথ চলে এসেছি
স্কুল পাড়ার কাছে এখন অনেকগুলো ফ্ল্যাট
কাঠের দোকান টা এখন আর দোতলা নেই
পুড়ে যাওয়ার পর সেটা এখন শক্তপোক্ত পাকা ঘর

যেভাবে প্রতিটি পুড়ে যাওয়ার পরে আমরা ভীষণ শক্ত হয়ে উঠি ।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শুভদীপ আইচ

জন্ম : ১৭ ই ফেব্রুয়ারি , ১৯৮৬ , কলকাতা। নিবাস - দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। প্রকাশিত কবিতার বই মেঘ পিওনের চিঠি ( ২০১৭ ), নিঃশ্বাস, প্রেম ও অন্যান্য অনুষঙ্গ ( ২০২০ )।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।