মেমোরিজ @ সেভেন্টিন
মা হওয়ার পর মেয়েরা কিভাবে আরো সুন্দরী হয়ে ওঠে
এসব সাতপাঁচ ভাবছিলাম –
কাল দুপুর ও রাত ।
এখনো ইকোনোমিক্স – ক্লাস জুড়ে তোমার সংক্ষিপ্ত পোশাকের কথা মনে পড়ে
নগ্ন উরুর সাথে সেই আমার প্রথম পরিচয়
আশেপাশে তখনো এতটা নগর গড়ে ওঠেনি
আর নাগর হওয়ার থেকে আমি এক হাত দূরত্বে
মুখোমুখি হওয়ার যাবতীয় সুযোগ উপেক্ষা করতে গিয়ে
ঠোঁটের নিচে একদলা ঘাঁ
তোমার যত ছদ্ম অভিশাপ
সেসব পেরিয়ে যেতে যেতে দেখি
অনেকটা পথ চলে এসেছি
স্কুল পাড়ার কাছে এখন অনেকগুলো ফ্ল্যাট
কাঠের দোকান টা এখন আর দোতলা নেই
পুড়ে যাওয়ার পর সেটা এখন শক্তপোক্ত পাকা ঘর
যেভাবে প্রতিটি পুড়ে যাওয়ার পরে আমরা ভীষণ শক্ত হয়ে উঠি ।
0 Comments