চোখ বিষয়ে দু-চার কথা

শৈবাল চক্রবর্তী on

chokh_bisoye_du_char_kotha

দৃশ্যরা বন্দী হতে চায় সুন্দর চোখে
কোমর বরাবর পাতা ঝরে যায়,
সুগন্ধী মুঠোভরে দিতে আসে হাওয়া,
জলের আলিঙ্গনে কোন লজ্জা থাকে না,
এসব দেখলে মায়া হয় –
জন্মের পর নয় –
মন দিয়ে দেখতে দেখতে ক্লান্ত হলে চোখ ফোটে,
চোখে পড়ে যায় এতসব…
এরা বন্দী হতে চায়
নইলে কিভাবে চোখে পড়ে, বলো।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শৈবাল চক্রবর্তী

দক্ষিণ দিনাজপুরের তিওড়ে স্থায়ী ঠিকানা। বর্তমানে কোচবিহারে কর্মরত। বিভিন্ন ক্ষুদ্র পত্র পত্রিকা ও দৈনিকে লেখা প্রকাশিত হয়েছে। কবিতায় স্বাছন্দ্য বোধ বেশী। কবিতা বাদে গানের উপর টান।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।