নিধিরাম সর্দার-এর গুচ্ছ কবিতা
১.
খুন
চোখগুলি মুগ্ধ করেনি
মুখ দেখে মনে হয় নি নিষ্পাপ
তবু, ফিনকি ছোটার মূহুর্তে অবিশ্বাস্য পিশাচ উন্নাসিক
নেচেছিল চোখে
২.
আত্মহত্যা
ভাত না খাওয়া কোনো কারণ না
ভেবেছিলাম মানুষ কেটে খাবো
জানালার সামনে কত চড়াই ঘুরে বেড়াচ্ছে
বেড়াল ধরে ধরে মটকাচ্ছে ঘাড়
মানুষেরা দূরে,
দূরবীনে মনে হলো, আলাদা প্রজাতি
দুটো ঘুড়ি,কিছুতেই এক আকাশে
উড়বে না–
৩.
প্রেম
ছুরি শান দেওয়ার মূহুর্তে
চপিং বোর্ডে উড়ে বসল ফড়িং
রক্ত ধুয়ে ক্লান্ত
কিছুক্ষণ আন কথা ভাবলো রোদ
শীতের সকাল,
কেন যে এইরকম ঠগ প্রতিবিম্ব হয়
দুহাতে ছড়িয়ে আছে কাজ
মুরগী,আর রান থেকে কেটে নেওয়া থিরথির কাঁপছে মাংস
৪.
বন্ধুত্ব
খাঁচায় মুরগী গুলো একসাথে খুঁটে খাচ্ছে
দু একটা ঠুকরেও ছিলো হাতে
এখন আবার ধান খাচ্ছে
আমার কাটা মুন্ডু পিটপিট করে তাকিয়ে ওদিকে
দু একটা চোখ নির্বাক
বাকিরা দানা খুঁটে খাচ্ছে
0 Comments