রবিন বণিক -এর দু’টি কবিতা
ভ্রম
অনিবার্যতা, ভ্রম হতে পারে
অথবা হতেও পারে অনিবার্যতাই ভ্রম
দু’হাতে কর্তব্য মেখে যারা চলে গেল
অথবা চলেই গেল তারা সন্তানসম্ভবা নয়
নদী রেখে গেল ঘরে শীতের মতো
কারা তারা বার বার অথবা লিখেছে ভুল
মাত্রা আঁকতে ভুলে গেল গাছের
যদি ঝুপ করে খসে পড়ে দিবস ১২
তবে নিঃসন্দেহে বলা যেতে পারে
অনিবার্যতা কোনো ভ্রম হতে পারে না।
উপসর্গ
একটা উপসর্গের ভেতর এতো চলাচল–
একোণ ওকোণ এঘর ওঘর গোটা ঘড়ি জুড়ে
জলহীন নৌকোর মতো। কিছু বলতে গেলেই
নুয়ে পড়ে মুখ টেবিলে চেয়ারে ছাঁকনির ছিদ্রপথে।
অসহায় পায়ার কাছে হাঁটু মুড়ে বসে থাকে ব্যাঙ–
আত্মহত্যার ঠিক আগের মূহুর্তে খুলে দিয়েছিলে
উপসর্গে ছিটিয়ে থাকা নোনা জল–রং
নোনা জল যে একটা বিষয় হয়ে উঠতে পারে–
বিশ্বাস করুন
এখনো বুঝে উঠতে পারিনি সামুদ্রিক বিকেল কোনো
একদিন উপসর্গ হয়ে উঠবে অথবা–সমুদ্রের।
0 Comments