কুয়াশা পাতের শব্দ

অরিন্দম চট্টোপাধ্যায় on

kuasha_pater_shobdo

কুয়াশা পাতের মতন শব্দ করে চলে
যাচ্ছে একটা ট্রলার, গড়িয়ে যাচ্ছে ঢেউ
খণ্ড রাতের জোৎস্নায় ভেসে যাচ্ছে
হাতানিয়া দোয়ানিয়ার জলরেখা
প্রান্ত সীমানায় যে বনভূমি তার ওপর
দিয়ে উড়ে যাচ্ছে রাতচরা পাখি….
ছড়িয়ে আছে ধনচী,কে প্লট, জিপ্লট,
এল প্লট. দিগন্তপুর পর্যন্ত…..
প্রহরের অপেক্ষায় সমুদ্রভূমি
আবার সমুদ্রচিল উড়বে সপ্তমুখীর ওপর
একটা অলৌকিক প্রতিবিম্ব এঁকে দেবে
শূন্যে ছুঁয়ে যাওয়া জলতলে…….
টুকরো, টুকরো মেঘ উড়ে যাচ্ছে
ছড়িয়ে আছে কয়েকটা জেলে নৌকা

কুয়াশা পাতের মতন শব্ধ করে চলে
যাচ্ছে একটা ট্রলার,গড়িয়ে যাচ্ছে ঢেউ


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অরিন্দম চট্টোপাধ্যায়

জন্ম ১৯৬৭, কলকাতায়, আদতে বীরভূম জেলার রামপুরহাট মহুকুমার অধীন জেন্দুর গ্রামের বাসিন্দা,যদি ও বেড়ে ওঠা সিউড়ি তে,পরবর্তীতে পেশা গত কারণে কলকাতার বেহালার বাসিন্দা। কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নববুই এর দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত। জলজ এস্রাজ প্রকাশের অপেক্ষায় । "এখন ময়ূরাক্ষী " বলে ছোট কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।