শোভন মণ্ডল-এর তিনটি কবিতা
কাটা দাগ
গেটের বাইরে দুটো কুকুর বসে থাকে সারাদিন
লালু ভুলু, খাবার পায় রোজ
তুমি এলে লেজ নাড়ে , চেনা হয়ে গেছে বেশ
আজ অনেক সন্ধে করে এলে
বাড়ি ফিরবে না বুঝি ! অন্য ইরাদা নাকি ?
হাসলে গালে টোল পড়ে
আবার দেখলাম এই
গ্লাসে ভরে দিলে ওয়াইন
তিনটে আইস কিউব, যথারীতি
এরপর মাতাল দু’জন, নিবিড় উদ্দাম
এলানো শরীর
রাত বাড়ে, চোখে চোখ
গেটের ওপারে লালুভুলু ডাকে
মৃদু হেসে বলেছিলে তুমি,
“কাটা দাগ দেখাবো না আজ
দু’পায়ের ফাঁকে”
জন-অরণ্য
বাড়ি থেকে বেরনো বলতে দু’পা হাঁটা
পার্ক, দিঘির ধার, বাজার-টাজার
এর বেশি নয়
অনেক দিন দূরে যাইনি
লংড্রাইভ, অচেনা শব্দ
কঠিন অসুখের মতো মুখ গুঁজে থাকি নিজের আস্তানায়
বহুদিন পর আজ জঙ্গলে বেরোলাম
জঙ্গল মানে – মানুষের জঙ্গল
শুধু মানুষ আর মানুষ
যত এগোই তত ঘন হয় অরণ্য
জন-অরণ্য
গভীরতা বেড়ে গেলে পশুদের দেখা মেলে ক্রমশ
হিংস্র শ্বাপদ, রক্তলোলুপ
এরপর শুধু মানুষ আর পশু, পশু আর মানুষ
মানুষ-পশু, পশু- মানুষ
নিদারুণ সহাবস্থান
বাকিটা ঘুমের দেশ
কে যেন অমানিশা মেখেছে গায়ে
চুলের পরব দেখে গেয়েছে গান রাঢ়ীয় রাস্তায়
ঝোপের গভীরে ফেলে গেছে চেনাজানা অভিসার দাগ
যা শুধু বিভ্রম ছড়িয়ে দিলে নোনাপাথরের বুকে
অতিশয় মনোরম, প্রিয় অস্তরাগ
নিয়েছি দীর্ঘ স্পর্শ, অনন্ত আশ
শ্বাস থেমে গেল, কেউ তো জানতোনা
বাকিটা ঘুমের দেশ, চোরাবালি
অজানা সফর
শুধুই সান্ত্বনা
0 Comments