শোভন মণ্ডল-এর তিনটি কবিতা

শোভন মণ্ডল on

shovon_mondal_3ti_kobita

কাটা দাগ

গেটের বাইরে দুটো কুকুর বসে থাকে সারাদিন
লালু ভুলু, খাবার পায় রোজ
তুমি এলে লেজ নাড়ে , চেনা হয়ে গেছে বেশ
আজ অনেক সন্ধে করে এলে
বাড়ি ফিরবে না বুঝি ! অন্য ইরাদা নাকি ?
হাসলে গালে টোল পড়ে
আবার দেখলাম এই

গ্লাসে ভরে দিলে ওয়াইন
তিনটে আইস কিউব, যথারীতি
এরপর মাতাল দু’জন, নিবিড় উদ্দাম
এলানো শরীর

রাত বাড়ে, চোখে চোখ
গেটের ওপারে লালুভুলু ডাকে

মৃদু হেসে বলেছিলে তুমি,
“কাটা দাগ দেখাবো না আজ
দু’পায়ের ফাঁকে”


জন-অরণ্য

বাড়ি থেকে বেরনো বলতে দু’পা হাঁটা
পার্ক, দিঘির ধার, বাজার-টাজার
এর বেশি নয়
অনেক দিন দূরে যাইনি
লংড্রাইভ, অচেনা শব্দ
কঠিন অসুখের মতো মুখ গুঁজে থাকি নিজের আস্তানায়

বহুদিন পর আজ জঙ্গলে বেরোলাম
জঙ্গল মানে – মানুষের জঙ্গল
শুধু মানুষ আর মানুষ
যত এগোই তত ঘন হয় অরণ্য
জন-অরণ্য
গভীরতা বেড়ে গেলে পশুদের দেখা মেলে ক্রমশ
হিংস্র শ্বাপদ, রক্তলোলুপ

এরপর শুধু মানুষ আর পশু, পশু আর মানুষ
মানুষ-পশু, পশু- মানুষ
নিদারুণ সহাবস্থান


বাকিটা ঘুমের দেশ

কে যেন অমানিশা মেখেছে গায়ে
চুলের পরব দেখে গেয়েছে গান রাঢ়ীয় রাস্তায়
ঝোপের গভীরে ফেলে গেছে চেনাজানা অভিসার দাগ
যা শুধু বিভ্রম ছড়িয়ে দিলে নোনাপাথরের বুকে
অতিশয় মনোরম, প্রিয় অস্তরাগ

নিয়েছি দীর্ঘ স্পর্শ, অনন্ত আশ
শ্বাস থেমে গেল, কেউ তো জানতোনা
বাকিটা ঘুমের দেশ, চোরাবালি
অজানা সফর
শুধুই সান্ত্বনা


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শোভন মণ্ডল

জন্ম- ২৫.১০.১৯৮০ শিক্ষাগত যোগ্যতা - বি এস সি ( কেমিস্ট্রি) পেশা- সরকারী কর্মচারী বাসস্থান - গড়িয়া, কলকাতা প্রকাশিত কবিতা- দেশ, সানন্দা, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক, অনুষ্টুপ, অদ্বিতীয়া, গৃহশোভা, ক্লেদজকুসুম, একুশশতক, একদিন, বসুমতী, কৃত্তিবাস, কথাসাহিত্য, যুগশঙখ প্রভৃতি পত্রিকা বই- ২টি (চুম্বনে অচেনা ভাস্কর্য ও দরজার ওপারে...) সম্মান- আত্মদ্রোহ সাহিত্যকৃতি সম্মান কবিতা লেখার কারণ :- ছোটবেলায় বাবার কবিতা লেখার ডায়েরি খুঁজে পেয়ে প্রথম কবিতা লেখার ইচ্ছে জাগে। তারপর এক আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার জয় গোস্বামীর ‘ পাগলী, তোমার সঙ্গে' কবিকে দারুণ ভাবে প্রভাবিত করেছিল। সেই শুরু কবিতা লেখা। সেটা ছিল স্কুল জীবন। লেখা হতো শুধু কবির নিজের জন্য। কলেজ লাইফে এসে পাঠাতে থাকেন বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিতও হতে থাকে। এখনও পর্যন্ত প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। কবিতা ছাড়াও অণুগল্পে আগ্রহ রয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।