দেবাশিস সাহা-র দু’টি কবিতা
ইটভাটা
নরম হাড়ের উপর
মাথা রাখে ইটভাটা
এই ভাবে শক্ত হয় খুলি
পাঁজা পাঁজা শ্রম
আলোর সংগে পাল্লা দিয়ে
নামে আর ওঠে
পছন্দ না হলে
শক্ত খুলি বল ভেবে
পাঠিয়ে দি মাঠের বাইরে
নরম মনের উপর
পা রাখে পিশাচ
লতিয়ে লতিয়ে
ধোঁয়ার সংগে সংগে
বড়ো হতে থাকে ইটভাটা
পিং পিং বল
ব্যধি সরে সরে আসে
দীর্ঘ হতে হতে
কবরে নেমে যায় রাস্তা
ব্যলট নেই বুলেট নেই
এক অশরীরী যুদ্ধ
যাবতীয় আয়োজনকে
পিং পিং বল ভেবে
মেরে যাচ্ছে ছক্কার পর ছক্কা
নানা বর্ণের
দামী রঙের
সামরিক সাজোঁয়া আজ খেলনা
খেলনানগরের নখ দাঁতহীন সম্রাট
শুকনো পাতার মতো গর্জায়
পাশ দিয়ে বয়ে যায় লাশনদী
0 Comments