সৌরভ মুখার্জী-র দুইটি কবিতা

সৌরভ মুখার্জী on

sourav_mukherjee_kobita

।। আমলকী বন ।।

কাছে আছ আমলকী বন-
আমাকে দিয়ে যাও এক ঝুড়ি ঘুম- কী নেশা !
নিজেকে খুঁড়ে খুঁড়ে পাই এ জবর কঙ্কাল
পাই স্বস্তি… নিজেকে খুঁড়ে… ওম হরি !
তুমি আছ, তাই ঘুরে ঘুরে এসে বসি তোমারই গায়ে-
ঘুরে ঘুরে নিয়ে আসি মিষ্ট হাওয়া

কিন্তু অতটাও কাছে নও যতটা ভেবেছি আমি
দুহাতে লুকোনো ফুল অঞ্জলিপ্রাতে
তোমাকে দেখেছি হাওয়া, কার সাথে ওড়ো !
কার সাথে সাথে ওড়ো বলো পাখীদের মতো !

আমি তো পাখী নই, পাখীদের দাস
ঘুরে ঘুরে নিয়ে আসি বিমূর্ত জল
ঘুরে ঘুরে হয়ে উঠি গভীর এক চোখ
আমলকী বনে হই আমৃত্যু রোদ ।।


।। গোলাপ বাগান ।।

বেপথু গুল্মের লতা- গোলাপ
কাঁটাছাড়া হয়ে আছে শান্ত বাগানের রেলিং
শহরের কোলে কাঁখে হাওয়া বেঁধে বেঁধে আছে
নির্লোভ সারসের মতো – কেবল এটুকু যে আছে
ছবির মতো একা – নিরুত্তাপ

ক্রমশ লুটিয়ে আসে ধোঁয়াময় -আকাশের মাথা
গোলাপ হয়ে চারিয়ে আছে বাগানের রূপ –
নিভৃত আড়ালের আলো
সঙ্গীহীন হয়ে আছে এমন অবকাশ – দৃশ্যপটহীন
গোলাপ বাগানে ফুটে আছে এমন
দাবিহীন ঠোঁটের সম্রাট ।।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সৌরভ মুখার্জী

জন্ম হাওড়ায়। আশুতোষ কলেজ থেকে স্নাতক। পড়তে পড়তেই চাকরি। বর্তমানেও হাওড়ানিবাসি, বাবা মা স্ত্রী ও দিদার এর সঙ্গে। ছোটবেলা থেকে অল্প অল্প লেখালেখি। বেশিরভাগই অর্বাচীন। সিরিয়াস লেখালেখি শুরু ২০১৫ সালে শান্তনু ও অপদার্থের আদ্যক্ষরের বাকিদের সঙ্গে সংস্পর্শে আসার পর। তারপর থেকে চলছে ক্রমে ক্রমে, আস্তে আস্তে... ভালো লাগে বই পড়তে, আড্ডা দিতে, ঘুরতে যেতে ও দিবাস্বপ্ন দেখতে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।