ভেসে আসছে মৃতের গন্ধ
রোদ্দুর ফেলে আসে মেঘের দূরভিসন্ধি
মূর্তি সংকোশ হয়ে স্রোত আগলে যায় রায়ডাক,
ভাতের কান্না শুনতে পায় স্নিগ্ধ পথচারী,
শূন্যে ভেসে চলা ধবল বক রাষ্ট্র চিনে গেছে বজ্রের টানে,
এখনো বৃষ্টি নামায়নি চষা জল
কাদাশরীর প্রতিবাদে যায়নি এখনো মৌনভাবে,
তবে প্রতিটা কীটই জানে রমনের ফলশ্রুতি |
বায়ু চড়ে ভেসে আসছে যেন অচেনা গন্ধ, মৃত গন্ধ |
0 Comments