উপশম
যেখানে উপশম রেখে এসেছি সেখানে
যাওয়া হয়নি আর
উঠোনে খোদাই করি রাত, বিরহচিহ্নের পাশে গুনগুন করে হাওয়া
দু-হাতে যাকে তুলি, অপচয় করে ফেলি খুব
এই স্বভাবদোষে বেঁচে থাকি।
লিখি আয়ু, লিখি সন্তাপ
উপশম এক রিপু— এই সংবাদে
বিকেল আটকে রাখে শালুকের বিল
নিতান্ত ছাইজন্ম এক, গোপন করেছি ঝরাপাতা
বেবাক স্পর্শ, ভুল!
0 Comments