তিনটি কবিতা

দেবসত্য কুমার on

tinti_kobita_debsatya_kumar

লাফ

আরও একটি দিন
খিদের হিসেব নিতে ভুলে গেলাম।
সত্যি আরো একটি দিন
থালা বাসনের সংসারে লাফ দেওয়া হলো না আমার।

রাস্তা

ওই তো রাস্তা,
ওই তো আমার ঘর।
শুধু আমার দুপা জানে
কচ্ছপের গল্প অপরাপর।।

ফিরে আসা

কিছুই তো আসে না কাছে
দূরের ওই লাম্পপোস্ট শুধু
প্রতি এক মাইল অন্তর অন্তর
ফিরে ফিরে আসে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবসত্য কুমার

জন্ম 1985 সালে। লেখালিখি শুরু শূণ্য দশকে । বালুরঘাট হাই স্কুলের স্কুল ম্যাগাজিনে প্রথম লেখা প্রিকাশিত হয়। তারপর নিজস্ব 'স্নান' পত্রিকার সম্পাদনা করেন। এরপর 'উত্তর দক্ষিণ' নামক পত্রিকার সঙ্গে যুক্ত হন। একদশক ধরে তার সঙ্গে যুক্ত থাকেন। লেখার হাত ধরে পশ্চিম বঙ্গের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা ছাপা হয়। কবি সম্মেলনে , রিমি দে'র 'পদ্য', রায়গঞ্জের 'স্বপ্নের ফেরিওয়ালা' সহ 'উত্তরবঙ্গ', 'আজকাল' ও অন্যান্য পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়। ২০১৯ সালে 'নাটমন্দির' থেকে বের হয় কাব্য গ্রন্থ "ভাত ও জলের আলিঙ্গন"। কবিতা ছাড়াও 'মধ্যবর্তী' পত্রিকায় 'ছড়া' ও 'আত্রেয়ীর পাড়া' তে গল্প প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।