দুইটি কবিতা

সায়ন্তনী হোড় on

duiti_kobita_sayantani_hore

মৌনতার অতীত

চৌকাঠের ওপারে পড়ে থাকা
সম্পর্কের গায়ে বাষ্পরেণু লেগে থাকে

শহরের ভেতর পোড়া সম্পর্কের দাগ লেগে থাকে
ধুতে ধুতে কথোপকথনের রেকর্ড বেরিয়ে আসে

তুমি তোমার অতীতের দিকে তাকিয়ে আছো
আর আমি একটা খোলা প্রশ্নের গায়ে অপেক্ষা ছুঁড়ে দিয়েছি

স্বপ্নহীন ঘুমের মধ্যে ভেসে উঠছে
আত্মরতি পর্বের  অ্যাখান

তবুও এখন দিগন্তের কোণায় কোণায়
জমে আছে এসব নষ্ট সম্পর্ক । এসব প্রেম আমার নয় ,
এসব মিশ্রমাধ্যমের আকুলতা ও আমার নয় ।
আমি শুধু এখন একটা মৌনতার আঁতুড়ঘরের দিকে এগিয়ে যেতে চাই…


শব্দ সংক্রান্ত ও অন্যান্য

শালিক এসে খেয়ে যায় আমার কবিতার গ্ৰহকথা
আর জানলার গ্রিলে
মৃত শব্দের  রামধনু জড়িয়ে রাখে

বনবিতান ঘিরে রেখেছে পাখির কলরব
শুধু শরীর থেকে ব্যাথা খসে খসে পড়ছে
নষ্ট সংসারের উপর

তারপর সবটুকু অন্ধকার…

আদিম পেটচুক্তির তলায়
তখনও “খিদে” লেগে থাকে
তাও মা এর কাছে শব্দের আলোরা
বারবার ফিরে  আসে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সায়ন্তনী হোড়

জন্ম ১২ই মার্চ নদিয়া জেলার কল্যাণী শহরে। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত নিয়ে এম.এ তে পাঠরতা । এখন বিভিন্ন ওয়েব ও প্রিন্টেড ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। অবসরে গান শুনতে ভালোবাসেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।