দুইটি কবিতা
মৌনতার অতীত
চৌকাঠের ওপারে পড়ে থাকা
সম্পর্কের গায়ে বাষ্পরেণু লেগে থাকে
শহরের ভেতর পোড়া সম্পর্কের দাগ লেগে থাকে
ধুতে ধুতে কথোপকথনের রেকর্ড বেরিয়ে আসে
তুমি তোমার অতীতের দিকে তাকিয়ে আছো
আর আমি একটা খোলা প্রশ্নের গায়ে অপেক্ষা ছুঁড়ে দিয়েছি
স্বপ্নহীন ঘুমের মধ্যে ভেসে উঠছে
আত্মরতি পর্বের অ্যাখান
তবুও এখন দিগন্তের কোণায় কোণায়
জমে আছে এসব নষ্ট সম্পর্ক । এসব প্রেম আমার নয় ,
এসব মিশ্রমাধ্যমের আকুলতা ও আমার নয় ।
আমি শুধু এখন একটা মৌনতার আঁতুড়ঘরের দিকে এগিয়ে যেতে চাই…
শব্দ সংক্রান্ত ও অন্যান্য
শালিক এসে খেয়ে যায় আমার কবিতার গ্ৰহকথা
আর জানলার গ্রিলে
মৃত শব্দের রামধনু জড়িয়ে রাখে
বনবিতান ঘিরে রেখেছে পাখির কলরব
শুধু শরীর থেকে ব্যাথা খসে খসে পড়ছে
নষ্ট সংসারের উপর
তারপর সবটুকু অন্ধকার…
আদিম পেটচুক্তির তলায়
তখনও “খিদে” লেগে থাকে
তাও মা এর কাছে শব্দের আলোরা
বারবার ফিরে আসে
0 Comments