মনখারাপ
এইমাত্র উড়ে গেলো যে ইচ্ছেটুকু
তার ডাকনাম মনখারাপ
চিবুকে’র ভাঁজে লুকিয়ে আছে
জন্মান্তরে’র অভিমান
করতলে এখনো লেগে আছে প্রেম
বসন্ত-রঙ বিকেল এখন অন্তরীণে
দিন ফুরিয়ে এলে
চাঁদের বাড়ি’র ঠিকানা ফুটে ওঠে আকাশে
বিষন্ন কোকিল শিস দিয়ে ওঠে বিরহে
তখন ছেলেভুলোনো গল্প’রা সব
রূপকথার ভারচুয়াল রাজ্যজুড়ে
হুটোপুটি করছে মেসেঞ্জারের বারান্দায়
দুঃখু দুঃখু ইমোজি’তে ভরে আছে কি-বোর্ড
যোগাযোগের ওপারে তুমি এপারে আমি
মাঝে ওড়াউড়ি করে মনখারাপ
কফিকাপের শূন্যটুকুতে তাই বাষ্প জমে!
0 Comments