মনখারাপ

অন্তরা দাঁ on

monkharap

এইমাত্র উড়ে গেলো যে ইচ্ছেটুকু
তার ডাকনাম মনখারাপ
চিবুকে’র ভাঁজে লুকিয়ে আছে
জন্মান্তরে’র অভিমান

করতলে এখনো লেগে আছে প্রেম
বসন্ত-রঙ বিকেল এখন অন্তরীণে

দিন ফুরিয়ে এলে
চাঁদের বাড়ি’র ঠিকানা ফুটে ওঠে আকাশে
বিষন্ন কোকিল শিস দিয়ে ওঠে বিরহে

তখন ছেলেভুলোনো গল্প’রা সব
রূপকথার ভারচুয়াল রাজ্যজুড়ে
হুটোপুটি করছে মেসেঞ্জারের বারান্দায়

দুঃখু দুঃখু ইমোজি’তে ভরে আছে কি-বোর্ড
যোগাযোগের ওপারে তুমি এপারে আমি
মাঝে ওড়াউড়ি করে মনখারাপ

কফিকাপের শূন্যটুকুতে তাই বাষ্প জমে!


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অন্তরা দাঁ

ইংরাজি ভাষার শিক্ষিকা।এক আদ্যন্ত অমল পুরুষের সাথে আদিগন্ত প্রেম যার নাম কবিতা। পূর্ববর্ধমান নিবাসী। নিভৃতযাপনে স্বচ্ছন্দ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।