তিনটি কবিতা
বিজয়বার্তা
ক্রিস্টালের টেবিলের উপর উড়ে এলো বালিহাঁস
সমুদ্র জয়ের বার্তা বোধহয় এভাবেই আসে
সবুজের আর্তনাদ ঘিরে আমরাও
সমস্ত সরলরৈখিক গমন একত্রিত করি
গড়ে তুলি বিশ্ববিদ্যালয়
বিপন্ন মানুষের বিষণ্নতা
জি ডি পি র সাথে বাড়ে কমে ,
বিচারের মতো নিভৃত বিষয়
জনসমক্ষে হয়
শিকড়ের দিকে সংশয় , অথচ
ডালপালা ছিঁড়ে অনাবিল ওড়ে
সমুদ্র আর হাঁসেদের বিজয়…
যাত্রাপথে
তোমাকে যত ভাবি , নেমে আসে হিমালয়
পথে পথে বরফের ঢল
অথচ চোখ জোড়াই তো সম্বল
দু’ভুরুর মাঝ থেকে
কিছুই দেখিনি কোনোদিন
এই যে সম্যক ব্যাধি ছেয়ে আছে ঘর
অপরাপর ইন্দ্রিয়সুখ নিয়তির মতো
দুর্মর ক্রোধ ডেকে আনে
এই অবেলায় তুমিও তো উঠেছিলে নাওয়ে
অগ্যস্ত যাত্রার সম্ভার নিয়ে…
পরিযায়ী ও আমাদের শহর
আলমারি খুলে দেখি
পুরো জামা একটাও নেই
বোতামের আলো জ্বেলে
বসে আছে পুরনো শহর
ও’দিকে , আশ্চর্য পতনের শব্দে
জেগে গেছে পাড়া
মায়াবন হয়ে আছে
সমস্ত করতল
চোখের ডানা জুড়ে পরিযায়ী ওড়ে
লগ্ন এলে যেমন
উড়ে যায়
মুছে যায় ঘর…
0 Comments