তিনটি কবিতা

মালবিকা হাজরা on

tinti_kobita_malabika_hajra

বিজয়বার্তা

ক্রিস্টালের টেবিলের উপর উড়ে এলো বালিহাঁস
সমুদ্র জয়ের বার্তা বোধহয় এভাবেই আসে

সবুজের আর্তনাদ ঘিরে আমরাও
সমস্ত সরলরৈখিক গমন একত্রিত করি
গড়ে তুলি বিশ্ববিদ্যালয়

বিপন্ন মানুষের বিষণ্নতা
জি ডি পি র সাথে বাড়ে কমে ,
বিচারের মতো নিভৃত বিষয়
জনসমক্ষে হয়

শিকড়ের দিকে সংশয় , অথচ
ডালপালা ছিঁড়ে অনাবিল ওড়ে
সমুদ্র আর হাঁসেদের বিজয়…


যাত্রাপথে

তোমাকে যত ভাবি , নেমে আসে হিমালয়
পথে পথে বরফের ঢল

অথচ চোখ জোড়াই তো সম্বল
দু’ভুরুর মাঝ থেকে
কিছুই দেখিনি কোনোদিন
এই যে সম্যক ব্যাধি ছেয়ে আছে ঘর
অপরাপর ইন্দ্রিয়সুখ নিয়তির মতো
দুর্মর ক্রোধ ডেকে আনে

এই অবেলায় তুমিও তো উঠেছিলে নাওয়ে
অগ্যস্ত যাত্রার সম্ভার নিয়ে…


পরিযায়ী ও আমাদের শহর

আলমারি খুলে দেখি
পুরো জামা একটাও নেই
বোতামের আলো জ্বেলে
বসে আছে পুরনো শহর

ও’দিকে , আশ্চর্য পতনের শব্দে
জেগে গেছে পাড়া
মায়াবন হয়ে আছে
সমস্ত করতল

চোখের ডানা জুড়ে পরিযায়ী ওড়ে

লগ্ন এলে যেমন
উড়ে যায়
মুছে যায় ঘর…


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


মালবিকা হাজরা

আসানসোল নিবাসী , শিক্ষিকা। প্রকাশিত কাব্যগ্রন্থ - ফিফথ্ চেম্বার।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।