হারাচ্ছে সব
বহুদিন শব্দ ঘেঁটে দেখোনি তুমি,
বহুদিন অব্যক্তকে করোনি ব্যক্ত
তুমি নাকি বৃদ্ধ হয়েছে?
আচ্ছা, মনের বুঝি বয়স বাড়ে !
এ বড়ো অদ্ভুত প্রিয়,
তুমি জানো না,
এমন কতো অভিযোগের সারা না পেয়ে
ঘরে ফিরতে চাওয়া পাখিরা হয়ে গেছে পরিযায়ী,
কত শান্ত অথচ বিধ্বস্ত রাত্রি
বিনিদ্র অপেক্ষা করেছে একটা স্নিগ্ধ ভোরের।
খোঁজ নিয়ে দেখো,
কেউ তোমার দরজাতেও কড়া নেড়েছিলো একদিন।
এটা একবার জানাতে,
যে সে এসেছিল।
ফিরে গেছে…..
অভিমানে, নিঃশব্দে, নিভৃতে
শুধু তুমি সাড়া দাওনি বলে..!
হয়তো এমনই কোনো ক্লান্ত দুপুরে
সে চলে গেছে..
ফাঁকা রাস্তা হয়ে গেছে আরও ফাঁকা
আরও রিক্ত, আরও শূন্য।
প্রেম মুছে গেছে, ফুরিয়ে গেছে, গুড়িয়ে গেছে..
আর তুমি ও.. হারিয়ে যাচ্ছো
ক্রমশ.. পুনশ্চ..!!
0 Comments