থার্মাল গান

সব্যসাচী ঘোষ on

tharmal_gan

বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছি আমি
রাস্তাতেই কোথাও হারিয়ে গিয়েছে সেটা
“এখন আমার কোন অসুখ নেই”
বলাতেও তাই নিস্তার নেই আমার
ধীরে ধীরে হাত কপালে স্থির হয়
গ্লাভসের ভেতরেও আমি অন্তর্ভেদী
বুঝতে চেষ্টা করি এটা আসলে নারীর হাত
হারিয়ে যাবার আগে মেয়েটির হাত এমনই তো ছিল
আমার কপালে কেউ বন্দুক তাক করে নি বহুদিন
থার্মাল গানের ক্লিক শব্দে সে নিশ্চিত হতে চায়
উষ্ণতা লেখা নেই তাতে
প্রয়োজনের থেকেও ঠাণ্ডা, জ্যোৎস্নার রাতের মতই নরম
আসলে সাপের মতই আমি, আসলে আমিই তো সাপ


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।