একাদশ পদাবলী
(১)
আমরা যখন হাঁটতে শুরু করি
রাস্তাঘাট অন্যরকম ছিল, পাখির গায়ে ছিল রঙিন পালক
কলকাতা মাউথঅর্গান বাজিয়ে
বলত – তোমার হাত অপেক্ষায় আছে আমার আঙুল ভাঁজের
অনেক দোকানপাট উঠে গেল
ট্রাম লাইনের শরীর জুরে এল মানুষের রাস্তা
লুকোনো পাতার পিয়ানো রিডে
দেরাজ খুলি মাঝে মাঝেই
কাগজপত্র বার করি
চায়ের দাগ লাগা কবিতার বইয়ের
পাতা খুললেই – সেই বৃষ্টিই ঝাপিয়ে নামে
(২)
এখনো তোমার বিরাট খোঁপায়
কাগজ ফুলের গন্ধ লেগে আছে
ওই গন্ধটার নাম – আমাদের পৃথিবী
পঁচিশে বৈশাখের চিঠিটা
একটা ফুলগাছ হয়ে গেছে বারান্দায়
এখন যদি বন্দি থাকিও ঘরে
ফুলের আসা যাওয়ায়
আমাদের ভোর আসে মেঘের চাদরে ঢেকে
0 Comments