একাদশ পদাবলী

সায়ন on

ekadosh_podaboli

(১)

আমরা যখন হাঁটতে শুরু করি
রাস্তাঘাট অন্যরকম ছিল, পাখির গায়ে ছিল রঙিন পালক
কলকাতা মাউথঅর্গান বাজিয়ে
বলত – তোমার হাত অপেক্ষায় আছে আমার আঙুল ভাঁজের

অনেক দোকানপাট উঠে গেল
ট্রাম লাইনের শরীর জুরে এল মানুষের রাস্তা

লুকোনো পাতার পিয়ানো রিডে
দেরাজ খুলি মাঝে মাঝেই

কাগজপত্র বার করি
চায়ের দাগ লাগা কবিতার বইয়ের
পাতা খুললেই – সেই বৃষ্টিই ঝাপিয়ে নামে


(২)

এখনো তোমার বিরাট খোঁপায়
কাগজ ফুলের গন্ধ লেগে আছে

ওই গন্ধটার নাম – আমাদের পৃথিবী

পঁচিশে বৈশাখের চিঠিটা
একটা ফুলগাছ হয়ে গেছে বারান্দায়

এখন যদি বন্দি থাকিও ঘরে
ফুলের আসা যাওয়ায়

আমাদের ভোর আসে মেঘের চাদরে ঢেকে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সায়ন

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, নাটক ও কবিতা নিয়ে এই জীবন । শিক্ষক, এম.এন.জি ইন্সটিটিউট এবং দ্যা অ্যপেক্স, কলকাতা। কবিতার বই "সোমবারের ভোর"। কবিতার মধ্যে দিয়েই সমস্ত সাহিত্যের অঙ্গনে ভ্রমণ ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।