তিনটি কবিতা
ব্যবধান
মানুষ মারা যাওয়ার পর
মৃতদেহ আসলে কার
এ প্রশ্নটাই মাথায় ঘুরপাক খায় ইদানিং
এমনই এক দুপুরে
বাবা ও আমাদের মাঝে
একটা লম্বা দূরত্ব হয়ে গেছিল
দেওয়াল উঠে গিয়েছিল নিমেষেই
আমাদের এক ও অবিসংবাদিত পূর্বজন্মের !
অসুখ
ক্রমশ অ্যাডজাস্ট করে নিয়েছি
বনিবনা করে নিয়েছি
এক্সপায়ার করে যেতে পারি যেকোন সময়
আবার দুম করে উঠেও বসতে পারি
নিখাদ ধ্বংসের দিকে হেঁটে যেতেও দ্বিধা নেই কোন
শুধু, তোমার কথা কানে আসলেই
কিছুটা দুর্বলতা কাজ করছে এখনও
অসাড় হয়ে যাচ্ছি আবার
ভালোবাসা
১
আসলে কিস্যু হয়নি
শুধু, তুমি কিছুটা উড়তে চেয়েছিলে
কিছুদিন পর এখন
ধপ করে পড়ে গেছ, আবার
তোমার নিজের জায়গা
তোমাকে কোলে তুলে নিয়েছে আজও
বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরেছে
অ্যাডজাস্ট করতে কিছুটা সময় দাও, প্লিজ !
২
আবার মনখারাপ কিসের হে ছোকরা
মুখ গুঁজে এভাবে চিৎ হয়ে
পড়ে থাকা কিসের ?
উঠে বস, জল খাও
আয়নার সামনে গিয়ে দাঁড়াও একবার
দেখো, তোমার চোখের জল
তোমার শরীর দিয়েই গড়িয়ে পড়ছে …
৩
নিরাপদ দূরত্ব থেকে
দু-একটা বিস্ফোরণ হওয়া ভালো
স্মৃতি ও অসুখ থেকে
দুমিনিট সরে আসা ভালো
মাঝে মাঝে পুরনো অ্যালবাম খুলে
দেখে নেওয়া ভালো
ঠিক কতটা প্রাণবন্ত হয়ে উঠেছিলাম আমরা
কতটা মেখে নিয়েছিলাম এই জাহান্নামী মারণরোগ
তারপর ইদানিং কীভাবে দুজনেই মজে গিয়েছি
২৪/৭ এর নারকীয় খেলায় , লাইভ টেলিকাস্টে
0 Comments