এভাবেই গল্প হোক
জীবন জুড়ে ঘুমিয়ে আছে অনেক অনেক গল্প । আর গল্পমধ্যে জেগে থাকছে কয়েকশো জীবন । আমরা খুঁজতে বেরিয়েছি তেমনই কিছু গল্প , যা ঘুম থেকে জাগিয়ে তুলতে চেয়েছে আমাদের । গল্পের মধ্যে গল্প , গল্পের মধ্যে জীবন , জীবন এর মধ্যে গল্প , গল্পের পাশে মনখারাপ , গল্পের মাঝে মৃত্যু … উদ্ভ্রান্ত এই গোলকধাঁধা পেরিয়ে খুঁজে নিতে চেয়েছি এক নিজস্ব উঠোন । যেখানে এক শান্তির কুঁড়েঘর , যার চৌকাঠে দাঁড়িয়ে অপেক্ষা করতে ইচ্ছে করে হাজার হাজার বৎসর ।
খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে অণুগল্প ও ছোটগল্প মিলিয়ে এই সংখ্যার জন্য আমারা বেছে নিয়েছি ২৩ টি গল্প । যে গল্পগুলো পড়তে গিয়ে আপনার শিরদাঁড়া জেগে উঠতে পারে অথবা শিরদাঁড়া দিয়ে নেমে আসতে পারে ঠান্ডা স্রোত । স্রোতের অনুকূলে বা প্রতিকূলের অঙ্ক কষতে গিয়ে কখন যে জীবনখাতা দু’মলাটের দূরত্ব পেরিয়ে দিগন্ত পাড়ি দেবে ধরতে পারবেন না । এক জীবন ধরতে গিয়ে সমগ্র পৃথিবী ছোট পড়ে যাবে । সাদা পাতার পায়ে ভেসে বেড়াবে কালো অক্ষর । এই জীবন সমুদ্রে আপনিই এখন মাঝি । দাঁড়ের সাথে জলের সঙ্গম ঘটাতে ঘটাতে আপনিই জন্ম দেবেন নতুন রূপকথার । ডিকশন নিয়ে আপনার যা কিছু অ্যাডিকশন সেইসব হয়ত আপনাকে আটকে রাখবে পাতার ফাঁকে । রোদ-জল-বৃষ্টি আপনার কুটোটিও কাটতে পারবে না । কারণ তখন তো আপনি এক শতাব্দী প্রাচীন মাকড়সার জালে বন্দী । যাঃ জেনে ফেললেন তো সব । কিন্তু এই জালিকা থেকে মুক্তির উপায় কি ? কিছুটি ঠাউর করতে পারছেন না এখনো । গল্প কিন্তু শুরু হয়ে গেছে মশাই ! আর আপনি এখনো চৌকাঠ পেরোতে পারেন নি ? দৌড়ান , দৌড়ান । গল্প আর জীবন কখন যে ফুরিয়ে যায় ধরতে পারবেন না । রান , রান , রান ফাস্ট …
0 Comments