অফার
এখন ট্রেনে। সামনে এক হকার। অনেকটা রোবট আকারের। বিক্রি করছে মোবাইল।
সুরেলা গলায় চেঁচাচ্ছে, – কথা বলুন, কথা বলুন, আপনার প্রিয় মানুষটার সঙ্গে। মোবাইল কানে দিলেই প্রেমিকা আপনার। এ মোবাইলই পৌঁছে দেবে সুমেরু বা কুমেরু। পাবেন রানি ভিক্টোরিয়া বা গান্ধীজীর ফেসবুক। আপনার সব আশা পূরণ করে দেবে এ মোবাইল। কয়েকশো গুণ মেগা পিক্সেল লেন্স। শুধু একবার পরখ করুন।
নড়েচড়ে বসলাম। আশেপাশের সব সহযাত্রীর মুখে নতুন আশার হাসি।
অনেকদিন থেকে ইচ্ছে এ রকম একটা মোবাইলের।
– পরের স্টেশনেই নেমে যাব। জলদি করুন। ছাড় আছে।
চেঁচিয়েই চলেছে হকার। আলোকবর্ষের গতিতে ট্রেন।
– এই যে, একটু শুনুন, পেছনের পকেটে হাত রেখে স্পর্শ নিই মানি ব্যাগের।
এগিয়ে এসে সামনে দাঁড়ায় হকার।
– একটু দেখতাম। বস্তির ছবি দেখা যায়?
– না।
– ফুটপাতের?
– না।
– আচ্ছা। ডিক্সনারি আছে?
– আছে।
– প্রেমের শব্দগুলো পাব নিশ্চয়ই?
– না।
– কী আশ্চর্য! এই তো বলছিলেন…
– ছাড়ুন। অফারটা শুধু হৃদয়হীনদের জন্য।
0 Comments