নিয়মাবলী

লেখা পাঠানোর নিয়মাবলীঃ যেকোনো স্থানের, যেকোনো বয়সের লেখক তাদের মৌলিক লেখা আমাদের পাঠাতে পারেন। লেখা পাঠানোর জন্য নিম্নলিখিত নিওমগুলি মেনে লেখা পাঠাতে হবেঃ-

১) লেখাটি নিজস্ব হতে হবে। অন্যকোন লেখার পুরপুরি বা আংশিক কপি হওয়া চলবেনা।

২) কোনোরকম সাম্প্রদায়িকতা, বাক্তিগত আক্রমন, কোনো রাজনৈতিক দলের প্রচার বা অপপ্রচার, ধর্মীও কিংবা সামাজিক মুল্যবধে আঘাত কিংবা উস্কানিমুলক লেখা পাঠাবেন না ।

৩) লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন । লেখা .txt বা .doc ফরম্যাট-এ হতে হবে।

৪) মেইল করবেন এই ঠিকানায়ঃ editor.dakshinerjanala@gmail.com

(৫) মেইল ছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি লিখতে পারেনঃ

https://docs.google.com/forms/u/2/d/e/1FAIpQLScOOuX4z2BFt4aTgWbK3KM-Rhk02i0bvO0HU5btQ7-EUoNZzg/viewform?usp=send_form

(৬) লেখার সঙ্গে “লেখক-পরিচিতি” অবশ্যই পাঠাবেন। পরিচিতি অংশ সংক্ষিপ্ত হওয়া বাধ্যতামুলক। লেখক পরিচিতি-তে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করবেনঃ নাম, জন্মের তারিখ ও স্থান, বাসস্থান, শিক্ষা, কর্ম জীবন, লেখা ছাড়া অন্য যে বিষয়ে আগ্রহি, কোন শাখায় লিখতে পছন্দ করেন, প্রকাশিত বই ( যদি থাকে), অন্যকোনো পত্রিকায় লিখলে তার নাম, প্রাপ্ত পুরস্কার ( যদি থাকে)।

সঙ্গে দেবেনঃ ছবি(বাধ্যতামুলক), ফোন নাম্বার(বাধ্যতামুলক নয়), ফেসবুক প্রোফাইল এর লিঙ্ক (বাধ্যতামুলক নয়)।

৬) লেখা মনোনয়নে সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত ।


বিজ্ঞপ্তিঃ “দক্ষিণের জানালা”-য় প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ, আলোচনা, অন্য যেকোনো লেখার ও মন্তব্যের সম্পূর্ণ দায়ভার ও কপিরাইট লেখকের । এই ওয়েবসাইট-এ ব্যাবহিত সমস্ত ছবির কপিরাইট ও দায়ভার সম্পূর্ণ ভাবে চিত্রশিল্পির ।