সমাকলন

দেবার্ঘ সেন on

মানুষের টাকা হয়ে গেলে সবেদা গাছের মৃত্যু হয়।
আলো ঢোকে বিরলতর রোগের,
চিকিৎসার অভাবে
পচতে থাকে পৃথিবী।
তখন মহাকাশে শিকড় খুঁজতে যায় উত্তরসূরীর দল,
বিপাকে জর্জরিত হয়ে শনির অবস্থান পরিবর্তন করার
এক সমাধান সুলভ ব্যবস্থার নির্বাচনী উদ্যোগে
একঝাঁক সারসকে বলি দেওয়ার
অসমীচীন সিদ্ধান্তে e টু দি পাওয়ার x কে বসিয়ে
সমাকলন করে প্রাপ্ত উত্তরে
‘ ও সাকি সাকি এ সাকি সাকি ‘ গাওয়া হয় উদম নৃত্যে।
কনসিকোয়েন্সে, সব থেকে যায় এক।
শুধু, আমরা বিনয় মজুমদারের মতো কিছু কবির
মৃত্যুবার্ষিকী পালন করি,
কদর্যতাকে ধ্রুবক ধরে নিয়েই।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবার্ঘ সেন

নান্দনিকতা জীবনের প্রতিটি ছত্রে। শিল্পের জন্য যে কোন ত্যাগ শিরোধার্য করে থাকেন। দৈনন্দিন জীবনে লেখক এবং ম্যাথর দুই-ই। শুধু নারী নয়,পুরুষদের মধ্যেও মাতৃত্ব বপন এবং লালন করতে চান। ভীষণ খুঁতখুঁতে, অন্তত শিল্পের ক্ষেত্রে। সহজে সন্তুষ্ট হন না, হয়তো শিল্পেরই তাগিদে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন আর মাঝে মাঝে ছক ভাঙা ছবি আঁকেন। এখনও পর্যন্ত এককভাবে চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে, যথাক্রমে সমান্তরাল( দিগন্ত প্রকাশন ২০১৮), এক্সকিউজ মি ( বার্তা প্রকাশন, ২০১৮) কাজল বাঁশী ( বার্তা প্রকাশন, ২০১৮) নির্বীর্যতার জতুগৃহ ( বার্তা প্রকাশন, ২০১৯)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।