ভালোবাসা

নীপবীথি ভৌমিক on

এই ভাবেও নিজেকে লেখা যায়।
এই যে ভালোবাসাহীন শব্দ খুঁজি
অক্ষরের গায়ে গায়ে –
অথচ, ভালোবাসি জানো ! নিঃশব্দে হত্যার
মতো করে নিজেকে !

তোমার চোখ হয়ত খুঁজে পায়
আমার নির্মম নিষ্ঠুরতা ।
সরল অক্ষরে ব্যঙ্গার্থ খোঁজ তুমি ;
আসলে তুমি এটুকুও জানো না যে
ভালোবাসতে হলে ভালোবাসার শব্দ আঁকার থেকে না  এঁকে যাওয়া

অনেক বেশি দামী।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


নীপবীথি ভৌমিক

সাহিত্যের আবহাওয়া সমৃদ্ধ পরিবেশে জন্ম‌ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। লেখা লেখির অভ্যাস ছোট থেকে। বাবাকে দেখেই অনুপ্রাণিত হওয়া। প্রথম প্রকাশিত লেখা যুগ সাগ্নিক পত্রিকা। লিখে থাকেন মাসিক কৃত্তিবাস, লংজার্নি পত্রিকা এছাড়া ভারত, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায়।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।