সবুজ কথা

জানলা খুলতেই দেখি
গাছের মতো দাঁড়িয়ে আছো তুমি
পাতায় হাওয়া লাগলে
দেহের ভাঁজ থেকে যাবতীয় সংখ্যা
হাওয়ায় হাওয়ায়
ভাসতে ভাসতে ভাসতে ভাসতে
কোথাও একটা বাঁকের মুখে নদী হয়ে গেল
যে গাছ গেয়ে দেবে পৃথিবীর গান
তারা সব খুব ভোরে উঠে হাঁটা দেবে
পথে দেখা হলে নদী
আরও একবার ভোর হয়ে যাবে চোখে চোখে
গাছ থেকে কেউ বুঝি পেরেছিল আলো
রাগ নয় হাসি হাসি মুখে দিয়ে গেছে সব
নিশাচর পাখির মতো যারা অন্ধকার ঘেঁটেছে খুব
তাদেরকেই আলো শুধু কথা দিয়ে যায়
গাছের ছায়ায় দাঁড়িয়ে
একটা দুটো তিনটে চারটে পাখি
কাগজের মতো গাছ থেকে উড়ে গেছে সাতসকালে
পৃথিবীকে ভালোবেসে পাখি হয়ে গেছে যারা
এরা তাদেরই বংশধর
গাছের ছায়ার মতো প্রেম এসে
গড়িয়ে যাবে জল হয়ে
পাখিরাও ঠোঁটে ঠোঁটে জল নিয়ে
ছড়িয়ে দেবে দূর দিগন্ত পর্যন্ত
এরপরই তোমার শরীর জুড়ে সবুজের সমারোহ
আমার বলে হাতে তুলে নিতে ভুলে গেছো
পৃথিবীর কাজে লেগে যাবে সব ——
আঁচলে তাই বাঁধা সবটুকু সবুজ ।
0 Comments