শোভন মণ্ডলের তিনটি কবিতা
ভিত
এই যে নিথর পোড়া জমি
হাওয়া বয়, নেচে যায় অজস্র নর্তকী
কালো ছাই উড়ে যায় দিগন্তে
এখানে সবুজ বলে কিছু নেই
শুধু হারিয়ে যাওয়া স্বপ্ন, সত্যের অপলাপ
কবর থেকে উঠে আসে রূপকথার বালিহাঁস
পথ হারায়
তৃণভূমির ধিকি ধিকি আগুন এখনও কি জ্বলছে?
জানিনা, শুধু শুনেছি ঝড়ের শব্দ
খেলা করে বলরুমে
মহাপ্রলয় এসে নাড়িয়ে যায় দূর্গের মাটি
সত্যের সেই সব নরম ভিত
চোর
গোপন কক্ষ
অবারিত উচ্ছ্বাস নেই
নেই আলো, অনন্তের চেনা ডাক
চোখে চোখে ভরসার উষ্ণতা… সেও তো নিভে গেছে
ভিজে হাওয়ায়
শুধু খেদ আছে, আক্ষেপ আছে
আর আছে বন্ধ দরজার ওপারে বুকের আশ্রয়
নিটোল, খাঁটি
এই দ্যাখো, দুয়ারের পাড়ে এখনো দাঁড়িয়ে আমি
হাতে সিঁধকাঠি…
ভূখন্ড
নিচু ওয়াটের ম্রিয়মান আলো
ঘোলাটে বিছানা আর
সমুদ্রের মতো পড়ে থাকা নীলাভ বেডকভার
এখানে কোন নতুন গল্প নেই
ঢেউ নেই
ভেঙে যাওয়া মাস্তুল এখানেই মিলিয়ে যাচ্ছে বহুদূর
এসব শুধু শূন্যতার আবেশ
তাছাড়া কিছু নয় মনে হয়
অনন্ত জলরাশির মাঝখানে জেগে থাকে , জেগে থাকে
আমাদের দুজনের শরীর
বিচ্ছিন্ন ভূখন্ড হয়ে…
0 Comments