মতবাদ

প্রবীর চন্দ্র দাস on

অন্ধকার ঢেকে নিয়ে যারা জীবিত আছে
কখন সূর্যাস্তের পাখিগুলো খবর দেবে
সারাদিন উত্তাপ সেদ্ধ খেয়ে বেঁচে থাকতে হবে সে অপেক্ষায় ,
অন্ধকারে যারা নিজেদের এতটুকুও জ্বালতে পারেনি আলো ,
তারাই রোজ দিন উত্তাপের নিরুত্তর স্বাদ খেতে খেতে চলেছে দ্বিধাহীন অব্যক্ত কাহিনী রচনায়
আর আপনি আমি, সে কাহিনীর অন্ধকার পাতাগুলো নিয়ে
বিশ্লেষণে বসেছি এবং খোঁজবার চেষ্টা করছি এ অন্ধকার কোন মতবাদের ভেতর দিয়ে বয়ে চলেছে
সনাতনী, চার্বাক, বৌদ্ধ ,জৈন ,শিখ, ফারসি নাকি মার্কস

সূর্যাস্তের পাখিগুলো অরণ্যের মতবাদ জানে,
জানে – ঘরে অন্ধকার নামলে নিজের নগ্ন শরীর কাছের জীবিতরাও দেখে না,
সূর্যাস্ত শিশির পাওয়ার আগেই মতবাদীরা সেলাই করে ফেলে অস্তিত্বের ছাউনি।
আর আপনি আমি সূর্যাস্ত শেষে খোলা রাখি মতবাদের নগ্ন শরীর…..


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


প্রবীর চন্দ্র দাস

লেখকের কিছু কথাঃ - " লেখা আমার কাছে অলিখিত অরণ্যের সূর্যালোক। যা কিছু বলতে চাই, যা বলতে পারিনা সমস্ত কিছুর জবাবদিহি লেখার শিরা-উপশিরার ভেতর বয়ে চলেছে সাবলীল। লেখার ভেতর নিজেকে খুব স্বাধীনভাবে খুঁজে পাই, আর অনুভব করি সম্পর্কের যাবতীয় মিশরীয় বিশ্বাস। ছেলেবেলা থেকেই বালুরঘাট আমার স্বপ্নের শহর। আত্রেয়ী আমার যৌবনের প্রথম নদী।"

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।