রস

সন্দীপন দত্ত on

(উৎসর্গ: নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প ‘রস’)

মাংস টেবিলে নামাতেই ভেজানো ছোলার কথা
ভুলে যাই

শীত ভুলে যাই
কাঁপন ও জ্বর
যেন বসন্ত এক চিরকাল

বেদানার মতো এক জীবন
যার শুরু ও শেষ লাল দাগের
যেন পলাশ

ছন্দ বিষয়ে কিছুই জানি না
পড়াশোনা হচ্ছে না ফাঁকির কবিতা নিয়ে
তোমায় ভুলাই আমায়

দেখেছি পানশালা কখনওই খুব উঁচুতে হয় না
আমাদের নেশা থেকে ঘরে ফিরতে হয়
বসন্ত ধুয়ে ফিরি ঘরে

শহরের প্রতি হাইড্রেনে বসন্ত ভাসে একবেলা
একবেলা নেশায় থাকি প্রিয়
তারপর মাংস ফুরোলে
ভেজানো ছোলার কাছে কৃতজ্ঞতা রাখি


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সন্দীপন দত্ত

জন্ম : ০৯ই ফেব্রুয়ারী,১৯৯৩। শিলিগুড়ির বাসিন্দা। ২০১৪ সালে প্রথম কবিতা প্রকাশ। লিটল ম্যাগের কাজের সঙ্গে যুক্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে বাংলা স্নাতকোত্তর পাঠরত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।