রস
(উৎসর্গ: নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প ‘রস’)
মাংস টেবিলে নামাতেই ভেজানো ছোলার কথা
ভুলে যাই
শীত ভুলে যাই
কাঁপন ও জ্বর
যেন বসন্ত এক চিরকাল
বেদানার মতো এক জীবন
যার শুরু ও শেষ লাল দাগের
যেন পলাশ
ছন্দ বিষয়ে কিছুই জানি না
পড়াশোনা হচ্ছে না ফাঁকির কবিতা নিয়ে
তোমায় ভুলাই আমায়
দেখেছি পানশালা কখনওই খুব উঁচুতে হয় না
আমাদের নেশা থেকে ঘরে ফিরতে হয়
বসন্ত ধুয়ে ফিরি ঘরে
শহরের প্রতি হাইড্রেনে বসন্ত ভাসে একবেলা
একবেলা নেশায় থাকি প্রিয়
তারপর মাংস ফুরোলে
ভেজানো ছোলার কাছে কৃতজ্ঞতা রাখি
0 Comments