ছোঁয়া

দেবাশিস সাহা on

মাথার উপর রোদ ডাকে
মা ছুটে বেড়ায় পাঁচ বাড়ি
আচঁলে জলখাবার
বাবুদের
দয়া ভরা দু-হাতে
ছোঁয়া লাগেনি শাড়িতে
চোখ বুজলেই
সেই দৃশ্য
গা ঘিন ঘিন করে

চাঁদ ওঠে
মা পিঠ শুকাতে দেয়
অন্ধকার শুষে নেয়
মা ‘র পাপ

আমার হাতে
কোনো পাপ
লেগে নাই তো!


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবাশিস সাহা

জন্ম-০১.০১.১৯৭০, শিক্ষা - স্নাতক। পেশা-ব্যঙ্ককর্মী। নেশা- গাছ পোষা। কাব্যগ্রন্থ- ১.মা,আমি তোতন বলছি ২.কুড়িয়ে পাওয়া অক্ষরঘুম ৩.প্রজাপতি রঙের গ্রাম.৪.গাছ পুরাণের দৃশ্যকল.৫.পোষা মৃতদেহ. ৬.রাস্তা ভর্তি চাঁদ. ৭.সার্কাস জীবন. ৮.সম্পর্কের পাতাবাহার. ৯.দেখা শেখার স্কুল. ১০.আলোদের ঈশ্বর । পুরস্কারঃ রামমোহন লাইব্রেরি থেকে কবিতা র জন্য। উন্মুখ পত্রিকার জীবনানন্দ স্মৃতি পুরস্কার। সম্পাদনাঃ ২০০৪ থেকে "ছাপাখানার গলি" , আলোচনার কাগজ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।