দেবাশিস সাহার তিনটি কবিতা

দেবাশিস সাহা on

কুয়োতলা

গ্রামের একটি জানালার নাম
কুয়োতলা

জল আনার ছলে
কলসি আসে কুয়োতলায়

কলসি আর কুয়োর প্রেম
দড়ি ছুতো মাত্র।

*****

ঘুলঘুলি

ঘুলঘুলি না থাকলে
বাড়ি অন্ধ

মেঘেদের শ্নশানযাত্রা
পাখিদের ভ্রমণপথ
কিছুই গোচরে আসে না

সবসময় রাত মনে হয়।

*****

পা

পা ভুল করলে
হারিয়ে ফেলি রাস্তা

পা ভর্তি রাস্তা

খুঁজে বেড়াই
শৈশবে ফেরার রাস্তা

পথ ভুলে
আমার পা

চলে যায় হারিয়ে যাওয়ার দেশে

*****

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবাশিস সাহা

জন্ম-০১.০১.১৯৭০, শিক্ষা - স্নাতক। পেশা-ব্যঙ্ককর্মী। নেশা- গাছ পোষা। কাব্যগ্রন্থ- ১.মা,আমি তোতন বলছি ২.কুড়িয়ে পাওয়া অক্ষরঘুম ৩.প্রজাপতি রঙের গ্রাম.৪.গাছ পুরাণের দৃশ্যকল.৫.পোষা মৃতদেহ. ৬.রাস্তা ভর্তি চাঁদ. ৭.সার্কাস জীবন. ৮.সম্পর্কের পাতাবাহার. ৯.দেখা শেখার স্কুল. ১০.আলোদের ঈশ্বর । পুরস্কারঃ রামমোহন লাইব্রেরি থেকে কবিতা র জন্য। উন্মুখ পত্রিকার জীবনানন্দ স্মৃতি পুরস্কার। সম্পাদনাঃ ২০০৪ থেকে "ছাপাখানার গলি" , আলোচনার কাগজ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।