বসন্তবিষ ও নক্ষত্রজল

মণিদীপা সেন on

স্বশব্দ নেমে যাই
প্রবল।
ইহজীবন সুখ আলো,
তোমার ক্যারিশ্মা
বলতে বলতে অপরূপ
দুপুরে
মণিবন্ধ চিৎ করে
বসন্ত খুলি
একটা একটা ঋতুলাল
জমা হয়।
সেবিকাগর্ভ সাজিয়ে রাখি
তিলক তিলক
হরিণ
ছুটে যাই।
ধারালো কেশর ঝামড়ে
তোমার শলাকা
তুলসীকাঠ হয়ে বেঁধে।
রসকলি উপচে আসে
মৌটুসিফুল। সূক্ষ্ম ঠোঁট
চুষিয়ে নিই
মধুমাস।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


মণিদীপা সেন

খড়খড়ি জানলা, লোহার ঘোরানো সিঁড়ি, প্রাচীন গ্রন্থাগার, খোলা মাঠ ইত্যাদি সমন্বিত গঙ্গা তীরবর্তী বনেদী মফস্বল হাওড়ার বালিতে জন্ম। ২০১৫ তে মাসকমিউনিকেশন -জার্নালিজমে স্নাতকোত্তর পাশ করার পরে একটি ইংরেজি মাধ্যম স্কুলের কর্পোরেট অফিসে কর্মজীবন শুরু। বর্তমানে সেই চাকরি ছেড়ে শিক্ষকতার সাথে যুক্ত। স্কুলজীবন থেকে লেখালিখির শুরু হলেও ২০১৫ থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েবজিনে লেখা প্রকাশ শুরু হয়। অপরাজিত, মধ্যবর্তী, বাক্, শহর, সৃষ্টির একুশ শতক, সোপান, দহগ্রাস, ক্রৌঞ্চদ্বীপ, ইত্যাদি পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় কবিতা ও গদ্য শাখায় তাকে পাওয়া গেছে। ২০১৭ সাল থেকে "এবং চিলেকোঠা" পত্রিকার কার্যকরী সম্পাদনায় যুক্ত। নির্জনতার যা যা উপাদান হয় সবই প্রিয় যেমন প্রত্যন্ত কোনো গ্রামের বাঁশ-বাখারির মাচা, বিস্তীর্ন নদীতট, জঙ্গুলে ট্রি হাউস বা লবঙ্গনির্যাস তামাকধোঁয়া।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।