বসন্তবিষ ও নক্ষত্রজল
স্বশব্দ নেমে যাই
প্রবল।
ইহজীবন সুখ আলো,
তোমার ক্যারিশ্মা
বলতে বলতে অপরূপ
দুপুরে
মণিবন্ধ চিৎ করে
বসন্ত খুলি
একটা একটা ঋতুলাল
জমা হয়।
সেবিকাগর্ভ সাজিয়ে রাখি
তিলক তিলক
হরিণ
ছুটে যাই।
ধারালো কেশর ঝামড়ে
তোমার শলাকা
তুলসীকাঠ হয়ে বেঁধে।
রসকলি উপচে আসে
মৌটুসিফুল। সূক্ষ্ম ঠোঁট
চুষিয়ে নিই
মধুমাস।
0 Comments