অপরাহ্ণ

মনোতোষ বৈরাগী on

নিঝুম দাঁড়িয়ে গলি ঘরবাড়ি জড়ানো কাপড়ে
খুলে দাও,ময়দানে এসো

বেলাভূম চিঁড়ে
চিন্তা মাপে রোদঘড়ি বিকাল কাছেই হবে!
হেলানো
ছায়ায়

পানকৌড়ি জলে ডুব।বিমুখ ফড়িং

বেলেস্তার মুছি
মনে আসে ছেঁড়া প্যান্ট,ছুটন্ত টায়ার আর
আকাশে তাকিয়ে থাকা ডানা কাটা ঘুড়িটার কথা

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


মনোতোষ বৈরাগী

জন্ম-১৪ই এপ্রিল ১৯৯৪.বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম- ভীটসায়ের চর। সদ্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে কবিতা জগতে প্রবেশ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।