শুনতে পাচ্ছো কুহু

কিছুটা এ্যালার্জি নিয়েই তো ঋতু
পাল্টে পাল্টে ওপারটায় কোকিল
শুনতে পাচ্ছো ? পাচ্ছো না !
কম্বল সরিয়ে দ্যাখো কুহু ঢুকছে
পাড়ার মোড়ে এসে গ্যালো বলে
কিছুটা অন্যমনস্ক নিয়েই তো মৃত্যু
এই যে এতো করে ডাকলে
শুনতে পাচ্ছো ? আমি মরে যাচ্ছি বেমক্কা
পাচ্ছোনা ! মৌনর শব্দ করতে নেই
তবু শোনো …
কান ছোঁয়াও বুকে
ও ম্মা ধড়াস ধড়াস শুনলে বুঝি !
এবার ঠোঁট ছোঁয়াও তবে
0 Comments