কবিতা

কবিতা মানে কাফকা
কবিতা মানে…… নিশ্চিন্দিপুর,
সুখী-গৃহকোনের কোন স্থান নেই সেখানে
যে কবি পর্যটক, যে কবি অধ্যাপক
অর্থসৃষ্টিকারী ভ্রমনের পর আমরা সব
বনিকের মতো লোভনীয় জীবন
অর্থ নিয়ে ঘরবাড়ি, অর্থ নিয়েই তিনকড়ি
কবিতা লেখা হয়, লিখে যাই আমি
লিমেরিকের মতো আশ্চর্য সব কাব্যপদ
শব্দের লুকোচুরি, বৈজ্ঞানিক কারুকুরি
অথবা পুরোনো রোমান্টিক ঘরবাড়ি
যেখানে পুরোনো প্রেমিকারা আর থাকে না
0 Comments