হাই অ্যালার্ট

শৈবাল চক্রবর্তী on

লাশের উপর শহর – স্বপ্নের উপর আমি
আর খুব রাতগুলো নেতিয়ে পড়ে
ইচ্ছেটিচ্ছের নাক ডেকে
আশঙ্কায়,নপুংসকতায়।
কেউ ফিরবে না জেনেই
একসাথে হাঁটাচলা, ফুলের গল্প।
ওই শিশুটিকে বলে দিও
বড় হতে – আরো উঁচুতে পৌঁছে
ক্ষমা করে দিতে। বলে দিও –
রাস্তা আসলে অন্যের বিশ্বাসটুকু।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শৈবাল চক্রবর্তী

দক্ষিণ দিনাজপুরের তিওড়ে স্থায়ী ঠিকানা। বর্তমানে কোচবিহারে কর্মরত। বিভিন্ন ক্ষুদ্র পত্র পত্রিকা ও দৈনিকে লেখা প্রকাশিত হয়েছে। কবিতায় স্বাছন্দ্য বোধ বেশী। কবিতা বাদে গানের উপর টান।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।