হাতেখড়ি

সোমনাথ বেনিয়া on

ভালো লাগার তেমন কিছু নেই
ঘুঘুর গায়ে দুপুর, জানালার কাছে ভাতের ঢেকুর
আর ঘুম-ঘুম ধূসর …

এখন আকাশ কালো হোক
সূর্যকে বোকা বানিয়ে –
উড়ন্ত ফড়িঙের সাথে গল্প
চোখে, মনের দর্শন অসম্ভব মেনে উদ্বাস্তু

এও এক ধরণের হাতেখড়ি
অক্ষর নেই, ভাষা নেই,
নেই ঠিক-ভুলের হিসাব

একটি শুরু, নিষ্পাপ …

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সোমনাথ বেনিয়া

জন্ম কলকাতায়। রসায়ন বিজ্ঞানে স্নাতক। পেশায় চাকুরিজীবী। মূলত কবিতা লেখেন। লেখালিখির সূত্রে তিনি এখনও পর্যন্ত বিভিন্ন নামিদামি বাণিজ্যিক, অবাণিজ্যিক, লিটিল ম্যাগাজিন ইত্যাদিতে নিয়মিত লিখে চলেছেন। শূন্য দশকের কবি হলেও তার দুটি উল্লেখযোগ্য কবিতার বই "সাইকেল শেখার বয়স" এবং "স্যার শূন্য দিলেন" অতিসম্প্রতি প্রকাশিত হয়েছে। কবিতা চর্চাকে তিনি নিজের মানসিক আশ্রয় হিসেবে দেখেন যেখানে তার অনুভূতিগুলি নিজের মতো প্রশ্রয় পেয়ে লালিতপালিত হয়। শখ বলতে বই পড়া, ঘুরতে যাওয়া আর পুরস্কার বলতে পাঠকের ভালোবাসাকে বোঝেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।