রান্নাঘরের লেখা

সন্দীপন দত্ত on

হারমোনিয়াম না দেখলে জানাই হত না
সুরের রঙ সাদা-কালো

দাদু করতাল বাজিয়ে গান গাইত
বাবার ডান হাতের বুড়ো আঙুল
ও তর্জনির মাঝে ধরা সংসার
মধ্যমায় ভর রেখে কলম কিনেছে
মা গান শেখানোর স্কুল খুলতে চেয়ে
একদিন আমায় নিয়ে আসে ঘরে

আমার কালো শরীরের ভেতর চোখ দুটো
সাদা-কালো রিড হয়ে বেজে দেখে নিতে চায়
মামাবাড়িতে ফেলে আসা মায়ের হারমোনিয়াম

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সন্দীপন দত্ত

জন্ম : ০৯ই ফেব্রুয়ারী,১৯৯৩। শিলিগুড়ির বাসিন্দা। ২০১৪ সালে প্রথম কবিতা প্রকাশ। লিটল ম্যাগের কাজের সঙ্গে যুক্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে বাংলা স্নাতকোত্তর পাঠরত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।